শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
‘মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তাজকে পিটালো’
আগৈলঝাড়া প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার এক মুক্তিযোদ্ধার উপর দুর্বিত্তরা হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। স্থানীয়রা মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
হাসপাতাল ও আহত সূত্রে জানা গেছে,আজ সোমবার বিকেলে পারিবারিক শত্রুতার জের ধরে উপজেলার আমবৌলা গ্রামের মৃত. আইনউদ্দিন তাজের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তাজ (৬৬) কে দুর্বিত্তরা হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। একই এলাকার হাচেন তাজ এর ছেলে খলিল তাজ, খলিল তাজের ছেলে সাইফুল তাজ, হাচেন তাজের ছেলে মিন্টু তাজরা মিলে অর্তকিত ভাবে মুক্তিযোদ্ধার উপরে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে মাটিতে ফেলে হামলা কারীরা পালিয়ে যায়।
এ সময় মুক্তিযোদ্ধার পরিবার খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় লোকের সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তাজ আরো জানান, তার কাছে থাকা ১ লক্ষ টাকা ও একটি স্বর্নের চেইন তার কাছথেকে হামলাকারীরা ছিনিয়ে যায়। এ ব্যাপারে আহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে আলৈঝাড়া থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান এখনো মামলা রেকর্ড হয়নি।
Leave a Reply