সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। পদোন্নতী পেয়ে অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হলেন বরিশাল জেলার বানারীপাড়ার এক পুত্র বধূ ও সিরাগঞ্জ’র জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ১১জুন জনপ্রশাসন মন্ত্রলয়ের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।কামরুন নাহার সিদ্দীকা বানারীপাড়া খ্যাতিমান শিক্ষক ও চাখার সরকারী ফজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দীন আহমদবড় ছেলে মরহুম নূরুউদ্দীন আহমেদের স্ত্রী। বাংলাদেশের সফল প্রথম যে ৮নারী জেলা প্রশাসক ছিলেন তাদের মধ্যে কামরুন নাহার সিদ্দীকা অন্যতম।
জনপ্রশাসেনের প্রঞ্জাপন অনুযায়ী কামরুন নাহার সিদ্দীকাকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ও ব্যাংক বিভাগের যুগ্, সচিব করা হয়েছে। কিন্তু সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক পদায়না না করা পযর্ন্ত তাকে জেলা প্রশাসের দায়িত্ব চালিয়ে যেতে হবে। কামরুন নাহার সিদ্দীকা’র এ পদোন্নতির জন্য শুভে”ছা ও অভিনন্দ জানিয়েছে বানারীপাড়া বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্ধ।
পাশাপাশি কামরুন নাহার সিদ্দীকা’র এ পদোন্নতির জন্য মহানা আল্লহ তালাার প্রতি অশেষ কৃপা ও প্রধান মন্ত্রি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তিনি সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে যাতে বানারীপাড়ার উন্নয়ন সযোগীতায় করতে পারেন সে জন্য সকলকের প্রতি দোয়া কামনা করেছেন।
Leave a Reply