বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইনশৃঙ্ক্ষলা বাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সোমবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই ব্যবসায়ী অপহরণের চেষ্টার ঘটনায় আমার কাছে অফিসিয়াল তথ্য আসেনি। তবে বিভিন্ন অপরাধ করায় ১৭ জন র্যাব সদস্য কারাগারে আটক আছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে ছাড় দেয়া হচ্ছে না এবং হবেও না।
Leave a Reply