সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত কাশেম হাওলাদারের ছেলে মোঃ খালেক হাওলাদার (৯৫) এর ৫ দিনেও খোজ মেলেনি। গত ২৫ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপার এলাকা থেকে নিখোজ হন তিনি।
পরিবার সূত্রে জানাযায়,মাধবপাশা ইউনিয়নের গজালিয়ার পোল মেয়ে জামাতার বাড়িতে বেরাতে যাওয়ার উদ্দিশ্যে গড়িয়ারপার স্টেশনে মাহিন্দ্রা থেকে নামার পর থেকে তার কোন খোজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে গত ৫দিন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব যায়গায় খোজ নিয়ে রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত হদিস মেলেনি। হারিয়ে যাওয়ার সময় লুঙ্গি ও পাঞ্জাবি পরোনে ছিলো।
বার্ধক্য জনিত কারনে নিখোজ খালেক হাওলাদার চোখে কম দেখে এবং বোধ শক্তি একটু লোপ পেয়েছে বলে জানিয়েছে তার পরিবারবর্গ।
যদি কেহ হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পান তবে ০১৭৫৭২৩১৪৮৩,০১৭৬০৭৬৪২২২ অথবা বাবুগঞ্জ প্রেসক্লাবে(সাংবাদিক আরিফ ০১৭২১৮০৭৮৭৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
Leave a Reply