বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়ায় ৩ দিন ধরে নিখোঁজ ছেলের সন্ধান করছেন এক হতভাগা পিতা। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আবুল হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৪) ঈদের দিন ৫ জুন থেকে নিখোজ রয়েছে।
আবুল হাওলাদার জানান, ৫ জুন পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ শেষে সকাল ১০ টায় শাখারিয়া গ্রামের বাড়ি থেকে রাকিব তার নানা বাড়ি পার্শ্ববর্তী উজিরপুর থানার ধামুরা গ্রামের উদ্দেশ্যে বেড়াতে যায়।
পরে ওই দিন রাতে রাকিবের বাবা আবুল ছেলের খোজ নিতে তার শ্যালক (রাকিবের মামা) সুমনের মোবাইলে কল দিয়ে জানতে পারেন রাকিব তার নানা বাড়িতে যায়নি। এমন ঘটনার দুই দিন অতিবাহিত হলেও রাকিব তাদের বাড়িতে না ফেরায় আবুল হাওলাদার শনিবার ৮ জুন দুপুরে ছেলের সন্ধান চেয়ে বানারীপাড়া থানায় একটি জিডি করেন।
যাতে উল্লেখ রয়েছে রাকিবের উচ্চতা ৪ ফুট,২ ইঞ্চি,গায়ের রং- কালো,মুখ মন্ডল গোলাকার,পরনে জিন্সের প্যান্ট ও নীল রংয়ের শার্ট ছিল। যদি রাকিবের কোনও সন্ধান পাওয়া যায় তবে তার পরিবারের মোবাইল ০১৭৫৯১৫১৪৭০/ ০১৭৭৭১৬৭১২১/০১৮৪৮০৪৬১৮৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা আবুল হাওলাদার।
Leave a Reply