সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ভ্রমণের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। এর ১২ দিন পর বুধবার (৮ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কীর্তনখোলা নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসার খবর পেয়ে কোস্ট গার্ড অভিযান চালায়। উদ্ধার করা হয় এক কিশোরের অর্ধগলিত দেহ। এরপর ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
ফাহাদ ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ট্রলার ভ্রমণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। সে সময়ে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।
Leave a Reply