শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
আকাশ মেঘমুক্ত থাকলে আগামী ১২ আগস্ট বাংলাদেশ থেকে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি।
গতকাল এক বিজ্ঞপ্তিতে সোসাইটি জানিয়েছে, আগামী ১১ আগস্ট বেলা ৩টা ৫৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা বরাবর পাঁচ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অস্ত যাবে।
এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না। ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ১২ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উচ্চতায় ২৭৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ৫৬ মিনিট আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অস্ত যাবে। এই সময় চাঁদের দুই শতাংশ আলোকিত থাকবে এবং আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। ওই দিন সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টা ৩৬ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে।
ইসলামি নিয়ম অনুযায়ী আগামী ১২ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেে ১৩ আগস্ট থেকে আরবি ১৪৩৯ হিজরির জিলহজ মাসের গণনা শুরু হবে এবং সে অনুসারে আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
Leave a Reply