সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোসেরচর গ্রামের গৃহবধুকে হাত পা বেধে ধর্ষণ করল একই এলাকার শুক্কুর সরদারের ছেলে কবির হোসের সরদার। ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতার স্বীকারক্তিতে জানা যায়, ৭ মাস পূর্বে জান্নাত হোসেন এর সাথে ধর্ষিতা ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের ঘটক ছিল এই ধর্ষক কবির হোসেন।
বিয়ের পর থেকেই কবির ফাতেমাকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখেয় এবং কু প্রস্তাব দেয়, এতে ফাতেমা রাজী না হওয়ায় জোরপূর্বক কবির হাত ও মুখ কাপড় দিয়ে বেধে ধর্ষণ করে। এসময় কবির এর ধর্ষনের সহযোগীতা করে একই এলাকার মৃতঃ সেকান্দার মোল্লার ছেলে আনিছ মোল্লা।
এব্যপরে হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানায় ধর্ষণের ব্যপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করে। এবং সাথে সাথেই ধর্ষক কবির সরদার ও তার সহযোগী আনিছ মোল্লাকে আটক করেছি।
Leave a Reply