সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় ২০১৯-২০২০ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১ টায়, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এবং উক্ত কমিটির সদস্য সচিব মোঃ তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, সরকারি নিয়ম এবং নির্দেশনা মেনেই হিজলা উপজেলা কৃষি অফিসার এর কাছ থেকে ৬ ইউনিয়নের কৃষকদের নামের তালিকা সংগ্রহ করে সেখান থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এর মধ্যে হরিনাথপুর ইউনিয়নে ২০৯ জন, মেমানিয়া ইউনিয়নে ২১৩ জন, গুয়াবাড়িয়া ইউনিয়নে ২০৯ জন, বড়জালিয়া ইউনিয়নে ২০৩ জন, হিজলা গৌরব্দি ইউনিয়নে ২১৪ জন এবং ধুলখোলা ইউনিয়নে ৭৬ জন কৃষক নির্বাচিত হয়েছে। প্রত্যেক কৃষকের কাজ থেকে ১ টন করে ধান সংগ্রহ করবে সরকার।
এতে ১১২৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। কৃষক, প্রতি মণ ধান বিক্রয় করতে পারবে ১০৪০ টাকায়। সরকারের এই ধান সংগ্রহের কার্যক্রম চলবে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Leave a Reply