শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে মালবাহী ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে একটি শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনা সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় হাসান (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে।
ডুবে যাওয়া ট্রলারের অপর শ্রমিক এমদাদুল মিলন জানায়, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে তারা ৮ জন শ্রমিক মিক্সার মেশিনসহ স্টিলবডি ট্রলারে স্বরূপকাঠির বালিহারি গ্রামে যাওয়ার পথে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় অপর একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহী ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে করে অন্য লোকজন এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করেন। কিন্তু শ্রমিক হাসান নিখোঁজ হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১০টা পর্যন্ত হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
Leave a Reply