রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:সম্প্রতি বলিউড তারকাদের উপর একটি স্টিং অপারেশন চালিয়েছে কোবরা পোস্ট। ওই অপারেশনে অর্ধশতাধিক তারকাকে টাকার বিনিময়ে রাজনৈতিক দলের হয়ে প্রচার চালানোর প্রস্তাব দেওয়া হয়। এতে সানি লিওনি, সোনু সুদ, আমিশা প্যাটেল, জ্যাকি শ্রফের মতো ৩৬ জন বলিউড অভিনেতা ও অভিনেত্রী রাজি হন।‘অপারেশন কারাওকে’ নাম দেয়া হয় সেই অপারেমনের। তাতে লুোনো ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে তারকারা টাকার বিনিময়ে রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে রাজি হচ্ছেন।অপারেশনে ধরা পড়েছেন তারা হলেন- অভিজিৎ ভট্টাচার্য, কৈলাস খের, মিকা সিং, বাবা সেহগল, জ্যাকি শ্রফ, শক্তি কাপুর, বিবেক ওবেরয়, সোনু সুদ, আমিশা প্যাটেল, মহিমা চৌধুরি, শ্রেয়স তলপাড়ে, পুনিত ঈশ্বর, সুরেন্দ্র পাল, পঙ্কজ ধীর, নিকিতন ধীর, টিসকা চোপড়া, দীপশিখা নাগপাল, অখিলেন্দ্র মিশ্র, রোহিত রায়, রাহুল ভাট, সেলিম জাইদি, রাখি সাওয়ান্ত, অমন বর্মা, হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান, এলভিন শর্মা, মিনিশা লাম্বা, কোয়েনা মিত্র, পুনম পাণ্ডে, সানি লিওনে, রাজু শ্রীবাস্তব, সুনীল পাল, রচপাল যাদব, উপাসনা সিং, কৃষ্ণা অভিষেক, বিজয় ঈশ্বরলাল পাওয়ার, গণেশ আচারিয়া ও সম্ভাবনা শেঠ।তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট পিছু ২ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত অফার করা হয়। সোনু সুদ প্রচারের জন্য মোট ২০ কোটি টাকা দাবি করেন। তিনি টাকা নগদ দিতে বলেন।মিনিশা লাম্বাকে যখন বলা হয় ৮০ শতাংশ টাকা নগদ আর বাকি ২০ শতাংশ টাকা ‘হোয়াইট মানি’ হিসেবে দেওয়া হবে, তখন পুরোটাই নগদ চান তিনি।গায়ক অভিজিৎ বিজেপির হয়ে প্রস্তাবে রাজি হলেও পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু লিখতে অপারগতা জানান।বিবেক ওবেরয়কে দেখা গিয়েছে তার ভ্যানিটি ভ্যানে বসে কথোপকথন চালাতে। জ্যাকি শ্রফ বলেছেন, আমি আমার মনে দরজা খুলছি, তুমি সিন্দুকের দরজা খোলো।সানি লিওনে বলেছেন, তিনি বিজেপিকে সমর্থন করবেন কারণ মোদিজি তাঁকে প্রবাসী নাগরিকত্ব দেবেন বলে কথা দিয়েছেন। আমিশা প্যাটেল বলেছেন, যদি তাঁরা ২৮ তারিখে আসেন, তবে ২৮ তারিখেই পেমেন্ট হয়ে যেতে হবে। তবে তিনি সেদিন বিকেলেই পোস্ট করে দেবেন।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সানি লিওনি ও সোনু সুদ। বাকিরা এখনো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন।৩৬ জন রাজি হলেও বিদ্যা বালান, আরশাদ ওয়ারসি, রাজা মুরাদ ও সৌম্যা ট্যান্ডন কাজ করতে রাজি হননি। তাদের সবাইকে বিজেপি ও আম আদমির হয়ে প্রচারের জন্য বলা হয়েছিল।
Leave a Reply