শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আলোচিত আওয়ামী লীগের স্থানীয় নেতা ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো
জব্বর থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে রুহুল আমিনকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ওয়াপদা থেকে গ্রেপ্তার করা হয়।
এজাহারভুক্ত অন্য আসামি বেচুকে জেলার সেনবাগ উপজেলার খাঁজুরিয়া গ্রামের একটি ইটভাটা থেকে রাতেই গ্রেপ্তার করা হয়। এই মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় জেলা সদরের একটি হাঁস-মুরগীর খামার থেকে। আর সেনবাগের একটি ইটভাটা থেকে মামলার আসামি বেচুকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply