সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়ে দস্যুরা রিয়াজ ও আব্দুল মান্নান নামে দুই জেলেকে মারধরের পর হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। এ ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত ওই দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রিয়াজের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকায় এবং মান্নানের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
এ দিকে, ইঞ্জিন বিকল করে দেওয়া ট্রলারটি নিয়ে ১০ জেলে চার দিন ধরে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চরে অবস্থান করছেন। সেখানে পানির গভীরতা কম থাকায় বড় জাহাজ পাঠানোও সম্ভব হচ্ছে না।
গত শনিবার (২৪ আগস্ট) ভোর ৩টার দিকে গভীর সমুদ্রের চালনা বয়া এলাকায় ‘এফবি খাজা আজমীর’ নামে ওই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ওই ট্রলারের ইঞ্জিন বিকল করে ১০ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে ট্রলারে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ লুটে নিয়ে যায় এবং দুই জেলেকে মারপিট করে সাগরে ফেলে দেয়। তবে কোন বাহিনী এই দস্যুতা চালিয়েছে তা জানাতে পারেন নি জেলেরা।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, বঙ্গোপসাগরের চালনা বয়া এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। হঠাৎ ১০-১৫ জন দস্যু ওই ট্রলারে উঠে প্রথমে ইঞ্জিন বিকল করে। পরে ওই ট্রলারে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ লুটে নেয়। এ সময় ওই ট্রলারের জেলেরা বাধা দিলে তাদের পিটিয়ে গুরুতর আহত করে এবং রিয়াজ ও মান্নানকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়।
এ ব্যাপারে কোস্টগার্ড মোংলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আহমেদ বলেন, ডাকাতি হওয়া ট্রলারের ১০ জেলে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চরে আশ্রয় নিয়েছেন। তাদের ট্রলার বিকল করে দিয়েছে দস্যুরা। কোস্টগার্ডের পক্ষ থেকে আটকে থাকা জেলেদের খাবার ও পানি দেওয়া হয়েছে। উত্তাল সাগর শান্ত হলে জেলেদের সুন্দরবনের হিরণ পয়েন্টে নিয়ে আসা হবে। ঘটনাস্থল রায়মঙ্গল নদীর বাংলাদেশ জলসীমায়। নিখোঁজ দুজনের খোঁজেও সন্ধান চালাচ্ছে কোস্টগার্ড। সেখানে পানির গভীরতা কম থাকায় বড় জাহাজ পাঠানো সম্ভব হচ্ছে না।
Leave a Reply