সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি:ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ সারাদেশে সকল সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদীতে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সকাল ১০ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, সাংবাদিক কাজী আল আমীন,
হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, প্রচার সম্পাদক রাজিব খান, রনি মোল্লাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সংহতি প্রকাশ করেন চন্দ্রদ্বীপ সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক সোহরাব মোল্লা। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ সকল সাংবাদিকদের মুক্তি’র এবং মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply