বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বিনামূল্যের সরকারি পাঠ্যবাই শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে বিক্রির অপরাধে মকবুল আহমেদ নামের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সোমবার (০৮ জুলাই) বিনামূল্যের বই বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন ওই শিক্ষক।এই ঘটনায় প্রধান শিক্ষক ছাড়াও স্কুলটির ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার।
তিনি জানান, চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয় থেকে বিনামূল্যের সাড়ে ৭ মণ সরকারি পাঠ্যবই গোপালগঞ্জের হাবিব শেখ নামের ব্যক্তির কাছে বিক্রি করে দেয় স্কুল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ওই বই ট্রাকে করে নিয়ে যাবার প্রস্তুতি চলছিলো।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মখর্তা মাহামুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে বউগুলো জব্দ করেন।তাছাড়া ঘটনার সাথে জড়িত ক্রেতা ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদ এবং অফিস সহকারী রেজাউল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply