শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:গোপালগঞ্জে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে গণপিটুনি দিয়েছে ভিকটিমের স্বজনরা।
সদর উপজেলার বৌলতলী বাজারে সমিরন বিশ্বাসের কোচিং সেন্টারে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
কোচিং মাষ্টার কর্তৃক নির্যাতনের শিকার ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী জানায়, শনিবার রাতে কোচিং সেন্টারে রাত্রী যাপনকারী সকল ছাত্ররা ঘুমাতে গেলে শিক্ষক সমিরন বিশ্বাস তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে পা টিপে দিতে বলে। পা টিপে দেওয়ার এক পর্যায়ে শিক্ষক তাকে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে শিক্ষক তাকে ছেড়ে দেওয়ার পর সে বাড়িতে চলে যায়।
ভিকটিম আরও জানায়, এ ঘটনা তিনি তার মাকে জানালে এলাকায় জানাজানি হয়। পরে তার আত্মীয়রা লম্পট শিক্ষককে রবিবার রাতে গণপিটুনি দেয়।
ওই কোচিং সেন্টারের অন্য শিক্ষার্থীরা জানায়, তাদের শিক্ষক সমিরন এ ধরনের ঘটনা এর আগেও ঘটিয়ে কয়েকবার গণপিটুনির শিকার হয়েছে।
অভিযুক্ত শিক্ষক সমিরন বিশ্বাস এ ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য এলাকায় দুর্নাম রটানো হচ্ছে। তবে গনপিটুনির শিকার হয়েও চুপ থাকার কারণ জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি।স্থানীয় বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেছেন, বিষয়টি আমিও শুনেছি, তবে এর সত্যতা পাওয়া গেলে প্রশাননের সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply