বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্জের উদ্যোগে ইষ্টার সানডে শ্রীলংকায় বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় ও প্রার্থনা ও স্মরন সভা রোববার সকালে গৌরনদীর ধর্ম পল্লির ক্যাথলিক চার্জে অনুষ্ঠিত হয়।
নিহতের আত্মার শান্তি কামনায় প্রার্থনা পরিচালনা করেন গৌরনদী ধর্ম পল্লির গৌরনদী ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার মিন্টু স্যামুয়েল বৈরাগী। এ ছাড়া স্মরন সভায় আলোচনা করেন পাল পুরোহিত ফাদার হ্যামল্টে বটলেরু (সিএসসি), কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী, সিষ্টার শেলি পালমা (এলএইচসি) ও শিল্পি প্যারেরা, ক্যাথলিক চার্জের সেক্রেটারি ফিলিপ রায়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন।
Leave a Reply