রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:শ্রমিক আন্দোলনে পুলিশের দমন-পীড়ন বন্ধ করা। শ্রমিক নেতৃবৃন্দের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার করা। সারা দেশে পাটকল, নৌযান শ্রমিকসহ সকল শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়া ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিক্সার লাইসেন্স দেয়ার চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৯ই এপ্রিল বরিশালে শ্রমিক নির্যাতন প্রতিরোধ দিবস পালন করার আহবান জানিয়ে নগরীতে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বরিশাল সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।
বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক এমরান হাবীব রুমন, শ্রমিকফ্রন্ট নেতা শহিদুল ইসলাম, মহসীন মীর, বাবুল তালুকদার, দুলাল মল্লিক, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি শন্তু মিত্র ও নাসরিন আক্তার টুম্পা প্রমুখ।
Leave a Reply