মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ “বাবুগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে চলছে “ওয়ান টেন শুট” কোটি টাকার জুয়া” শিরোনামে ২১ শে জুন বরিশালের বেশ কয়েকটি পত্রিকায় ও ২০ শে জুন অনলাইন প্রোটালে সংবাদ প্রকাশের পর বন্ধ হয়ে গেছে আলোচিত ওই জুয়ার আসর। খবর নিয়ে জানাযায়, সংবাদ প্রকাশের পর বরিশাল জেলা ডিবি পুলিশ টনক নড়ে। জেলা ডিবি পুলিশের হস্তক্ষেপে ২১ শে জুন থেকে কথিত “ওই ওয়ান টেন শুট” নামের জুয়ার আসরটি বন্ধ রয়েছে।
উপজেলায় চলমান ওই জুয়ার আসর বন্ধ হয়ে যাওয়ায় জনমনে সস্তির বাতাস বইছে।
তবে বিস্ময়ের ব্যাপার হলো প্রশাসনের হস্তক্ষেপে ওয়ান টেন সুট বন্ধ হলেও থেমে নেই তাসের জুয়া। জুয়ারিরা প্রতিরাতেই কেদারপুরের বিভিন্ন স্পটে তাসের জুয়ার আসর বসাচ্ছে। কেদারপুর এখন জুয়ার জন্য উর্বর জায়গা বলে পরিচিত জন সমাজে ।
উল্লেখ্য ১৮ জুন থেকে বাবুগঞ্জ থানা সংলগ্ন সুগন্ধা নদীর ওপারে রহমতপুর ইউনিয়নের বোয়ালিয়া ও কেদারপুর ইউনিয়নের সীমান্তবর্তি এলাকায় গণি সরদারের বাড়ি ওই কোটি টাকার জুয়ার আসরটি রাতভর চলে আসছিলো।
Leave a Reply