শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সন্দেহজনকভাবে নতুন সাতজন রোগী ভর্তি করা হয়েছে।
এ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা সন্দেহে ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে একজন ভর্তি হয়েছে শুক্রবার দিবাগত রাতে। নতুন যারা ভর্তি হয়েছে তাদের সকলের মধ্যেই কোভিড করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য রোববার আইইডিসিআর-এ পাঠানো হবে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।
জ্বর, গলা ব্যাথা ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা হলেন- বরগুনার পাথরঘাটার কালিবাড়ী গ্রামের মনির খাঁ (১৯), পটুয়খালীর মির্জাগঞ্জের দোকলাখালী গ্রামের রুনু বেগম (৪০), ভোলা সদরের চন্দ্রপ্রসাদ গ্রামের নূরুল ইসলাম (৬৫), পিরোজপুরের নেছারাবাদ সোহাগদল গ্রামের মো. হানিফ (৬০), মঠবাড়িয়ার বাদুরতলা গ্রামের স্কুল ছাত্র মো. মুসা (১৪), বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডস্থ রূপাতলী এলাকার স্কুল ছাত্রী ফাতেমা বেগম স্বর্ণা (১৩) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পলাশ শীল (১৪)।
এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসেন মেহেন্দিগঞ্জের আন্দারমানিক গ্রামের সবুজ আকন (২৮)। জ্বর, গলা ব্যাথা ও কাশি থাকায় তাকে করোনা আক্রান্ত সন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক বলেন, ‘পরীক্ষার ব্যবস্থা না থাকায় নতুন আটজন রোগীকে সন্দেহজনকভাবে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে।
তিনি বলেন, ‘ইতিপূর্বে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া চারজন এবং ওই ওয়ার্ডে মৃত্যু হওয়া দু’জনের নমুনা সংগ্রহ করে আইইসিডিআর-এ পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার রিপোর্ট শনিবার বরিশালে পাঠানো হয়েছে। তাদের কারোর শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।
Leave a Reply