শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তথ্য গোপন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড লকডাউন ও ওই ইউনিটের চিকিৎসক নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান।
তিনি বলেন, স্বজনরা সর্দি কাশির তথ্য গোপন করায় গত ১৩ এপ্রিল হাসপাতালে আসা এক রোগীকে চিকিৎসকরা এ ওয়ার্ডে ভর্তি করেন। বুধবার তার এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং রোগীকে তাৎক্ষণিক হাসপাতালের করোনা ইউনিটের আইশোলেসনে পাঠান। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তাতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। এরপর পরই হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড আপাতত লকডাউন এবং ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
Leave a Reply