শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আন্ত চিকিৎসক পরিষদ অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন আন্তঃচিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার সুদীপ কুমার হালদার সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় ডাক্তার সুদীপ কুমার হালদার জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
আমরা বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্দেশে- হাসপাতালে রোগীদের মাঝে কাজ করে যাচ্ছি।
করো না উপলক্ষে মেয়র এর নির্দেশে রোগিরা সব খাবার দ্বিগুণ পাচ্ছে।
হাসপাতালে যেন সব রোগী ঠিকমতো তাদের পথ্য পায় আমরা সেভাবে সার্বিক সহযোগিতা করছি। আমাদের এই কার্যক্রম হাসপাতালে অব্যাহত থাকবে। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে রোগীদের আরো সচেতন হতে হবে।
পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা থেকে মোকাবেলা করব।
এসময় আরো উপস্থিত ছিলেন, আন্তঃচিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক, ডাক্তার আশিক দত্ত, যুগ্ন সাধারন সম্পাদক, মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক, ডাক্তার হাফিজ আহমেদ ফাইয়াজ, দপ্তর সম্পাদক, ডাক্তার দীপক কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সমাজসেবা সম্পাদক, মনিরুজ্জামান মনির, সংগঠনের কার্যকরী সদস্য, ডাক্তার অপূর্ব কুমার চৌধুরী, ডাক্তার ফয়সাল আহমেদ, ডাক্তার মাজহারুল রেজওয়ান রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply