রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মাকসুদা নামে এক নারীর (৪২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মারা যাওয়া ওই নারী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাচঁজুনিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী এ্যাজমা জনিত সমস্যা নিয়ে বুধবার ভর্তি হয়েছিল।
শেবচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ওই নারী বুধবার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল তাকে বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পরীক্ষা নিরীক্ষা চলছিল। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়েছে। সকালে তার স্বজনরা গ্রামের বাড়িতে লাশ নিয়ে গেছে। ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, ওই নারী আগে থেকেই শ্বাসকষ্টে আক্রান্ত। ঘটনাস্থল এসিল্যান্ড পরিদর্শন করেছেন।
Leave a Reply