বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বন্ধুসভা এতিম ও পথশিশুদের নতুন জামা বিতরণ করেছে। ঈদ সবার। ২৮ মে মঙ্গলবার ২৫ জন এতিম ও পথশিশুদের মধ্যে নতুন জামা প্রদান করা হয়।বস্ত্র বিতরণের পর শিশুদের উল্লাস কে থামায়! আনন্দের হাসি সবার মুখজুড়ে। শিশুদের চাওয়া, আমরা এ রকম আরও আয়োজন করি।
ঈদের তৃতীয় দিনে বরিশাল বন্ধুসভার বন্ধুরা একটি হতদরিদ্র পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপন করবেন।জামা বিতরণে সহযোগিতা করেছেন লিয়াকত হোসেন জুয়েল (কলেজ পরিদর্শক, শিক্ষা বোর্ড বরিশাল), মো. আলামিন সরোয়ার (সম্পাদক, বিএম কলেজ শিক্ষক পরিষদ), কাজী রফিকুল ইসলাম (যুগ্ম সম্পাদক, বিএম কলেজ শিক্ষক পরিষদ),
ব্রাদার স্যামুয়েল সবুজ বালা (প্রধান শিক্ষক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল), সুশান্ত ঘোষ (প্রতিবেদক, দ্য ডেইলি স্টার), বরিশাল প্রথম আলো আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মিজানুর রহমান ও বন্ধুসভার বন্ধুরা। বস্ত্র বিতরণের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈকত বিশ্বাস দ্বীপ। সহযোগিতায় ছিলেন বন্ধুসভার সব বন্ধুরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরিশাল বন্ধুসভার সভাপতি অসীম হাওলাদার। বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক রায়হান, সহসভাপতি এনামুল হক, অর্থ সম্পাদক প্রান্ত, ক্রীড়া সম্পাদক নিয়াজ নবীন, তারিন, সজিব, সুজয়, রাকিবসহ বন্ধুসভার বন্ধুরা।
Leave a Reply