রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা তত্ত্বাবধায়ক রেদাউনুল করিমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত রেদাউনুল ওই উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক।
বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এক ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক রেদাউনুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের কাছে তথ্য রয়েছে, গ্রেপ্তার রেদাউনুল করিম দির্ঘদিন ধরে শিশুদের ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের মতো কুরুচিপূর্ণ কার্যকলাপ করে আসছিলো। রেদাউনুল করিম নিজে চরমোনাই পীরের অনুসারী হওয়ায় তিনি মাদ্রাসার সকল শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
Leave a Reply