শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে নগদ ৩ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিল্পী বেগম (২৫) ও তার সহযোগী ইকবাল (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।মামলা সূত্রে জানা যায়, শনিবার (১০ নভেম্বর) রাতে ভাণ্ডারিয়া ইকড়ি বাজারে চাল ব্যবসায়ী জাকির মল্লিক (৩৫) এর সাথে ব্যবসা সূত্রে মুঠোফোনে শিল্পী বেগমের সঙ্গে ১০ দিন আগে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (৯ নভেম্বর) জাকির মল্লিক পটুয়াখালী তালতলী চালের মোকামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে প্রেমিক শিল্পী বেগম মুঠোফোনে দেখা করার কথা বলে সাফা রাস্তায় আটকে রাখে। পরে শিল্পী তার ৮-৯ জন সহযোগী মিলে একটি বাড়িতে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে নগদ ৩ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জাকির হোসেন নিজেই বাদী হয়ে ৯ জনের নামে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি মামালা দায়ের করে। মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার (১০ নভেম্বর) উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ইকবালকে আটক করার পর তার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তারকেও (২৫) গ্রেফতার করে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত হোসেন জানান, গ্রেফতারকৃতদের রবিবার (১১নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করলে গ্রেফতারকৃত ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Leave a Reply