রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১৮ মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন আদালত।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, লকডাউনে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১৮ মামলায় এক লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা শহরে প্রতিদিন ছয়টিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply