সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মহামারী করোনার কারনে সরকার ঘোষিত লকডাউনে নগরীর রুপাতলী বাসটার্মিনালে কর্মহীন হয়ে পরা ৭ শতাধিক শ্রমিকের পাশে দাড়িয়েছেন স্থানীয় সমাজ সেবক আরিফুর রহমান সুমন (সুমন মোল্লা)।
ঈদ-উল ফিতরকে সামনে রেখে তারই ব্যাবস্থাপনায় আজ সোমবার কর্মহীন এসব শ্রমিকদের ঈদ বাজার বিতরন করা হয়। সুমন মোল্লার পক্ষ থেকে দেয়া ঈদ বাজার শ্রমিকদের হাতে তুলে দেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও সমাজ সেবক মিজানুর রহমান। উল্লেখ্য, বিশ্ব মহামারী করোনার বিস্তার রোধে গনপরিবহন চলাচল বন্ধ করে দেয় সরকার। এতে কর্মহীন হয়েপরে বরিশাল নগরীর রুপাতলী বাসটার্মিনালের বাস, মাইক্রো ও মাহেন্দ্রা শ্রমিকরা। তাদের পারিবারিক দুর্দশা লাঘবে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাসটার্মিনাল সংলগ্ন এলাকার বাসিন্দা সমাজসেবক সুমন মোল্লা। গেলো কয়েকদিন ধরেই নিজ অর্থায়নে শ্রমিকদের সহযোগীতা করে যাচ্ছেন তিনি।
এর ধারাবাহিকতায় ওই কর্মহীন শ্রমিকদের সহযোগীতার হাত বাড়িয়ে দেন বরিশালের বাসিন্দা ফরচুন গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক মিজানুর রহমান। গতকাল রুপাতলী বাসটার্মিনাল সংলগ্ন বীর উত্তম মাঠে নিজেই উপস্থিত হয়ে সুমন মোল্লাকে নিয়ে শ্রমিকদের হাতে ঈদ বাজার তুলে দেন। এসময় রুবেল মোল্লাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply