শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ করোনা ভাইরাস নিয়ে যখন দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে, ঠিক তার মধ্যেই করোনা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন জেলার আগৈলঝাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন।
করোনার প্রভাবে লকডাউন থাকায় গত সাতদিন থেকে কাজে বের হতে না পারা উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচশতাধিক দিনমজুরদের বাড়িতে বাড়িতে নিজস্ব অর্থায়নে গত দুইদিন থেকে রাতের আঁধারে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন ওসি আফজাল হোসেন। তার এ মহানুভতায় ইতোমধ্যে তিনি (ওসি) সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
এর আগে করোনার বিস্তাররোধে যানচলাচল ও দোকানপাট বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকানগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দুরত্বে রং দিয়ে গোল চিহ্ন একে দিয়েছেন ওসি আফজাল হোসেন।
Leave a Reply