রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর বাবুগঞ্জের রহমতপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইউনিয়নটিতে সুষ্ঠু, নিরেপক্ষ ভোটের পরিবেশ তৈরি করতে ইতিমধ্যে ঘোষনা দিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। আচারণ বিধি বাস্তবায়নে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালত।
ইউনিয়নটির ২নং ওয়ার্ডে বিভিন্ন প্রার্থীর প্রলোভন ও অপপ্রচারে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। গত দুই দিনে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কার্স পার্টির মনোনিত হাতুড়ি প্রতিকে চেয়ারম্যান প্রার্থী শাহীন হোসেন সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি দূর করে জনমত তৈরী করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামপট্টিতে হাতুড়ি প্রতীকের কর্মীসভায় ২ শতাধীক লোক উপস্থিত হয়ে শাহিন হোসেনকে বিজয়ী করার ঘোষণা করেন। কর্মী সভায় বক্তারা এবার হারনো অতিহ্য ফিরিয়ে আনতে হাতুড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।
এসময় ওই এলাকার প্রবীন ব্যক্তিত্ব আজাহার হাওলাদারের সভাপতিত্বে প্রার্থী শাহিন হোসেন বলেন, আপনারা অন্য প্রার্থীর যে টাকা নিয়েছেন সেটা আপনাদের প্রাপ্য। টাকা নেওয়া অপরাধ নয় কিন্তু উন্নয়নের সার্থে হাতুড়ি প্রতীকে ভোট দিতে হবে। এই এলাকার মানুষ আমার আত্মার আত্মীয়। তাই সেই দাবী নিয়ে আপনাদের কাছে এই সেন্টারে হাতুড়ি প্রতিকের বিজয় ছিনিয়ে আনার জোর দাবী করছি। আপনার সাথে থাকলে এবার হাতুরির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
Leave a Reply