রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় বাসচাপায় আনোয়ার গাজী (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য ইসমাইল হোসেন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মাদারীপুর থেকে বরিশালগামী নিশান পরিবহনের একটি বাস বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় বরিশাল থেকে উজিরপুরগামী ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আনোয়ার গাজীর মৃত্যু হয়।
মোটরসাইকেলের যাত্রী ইসমাইল হোসেনকে আহত অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, নিহত আনোয়ার গাজীর মৃতদেহ মর্গে নিয়ে আসা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে থাকলেও চালককে আটক করা যায়নি।
Leave a Reply