রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর খলিশারপাড়ের বাসিন্দা ইউনুস খানের পুত্র জাফর খানকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজনে ওই যুবককে হত্যার পর গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত জাফরের মা পিনজিরা বেগম অভিযোগ করেন, প্রতিবেশী মাইদুল ইসলাম ও কামরুলের সাথে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মাইদুল ও কামরুলের নেতৃত্বে তাদের সহযোগিরা জাফরকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও জাফরের কোন সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার সকালে নয়া ভাঙ্গুলির খালপাড়ে একটি রেইন্ট্রি গাছের ডালের সাথে জাফরের লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। নিহত জাফরের মা পিনজিরা বেগম আরও অভিযোগ করেন, তার পুত্র জাফরকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
কাজীরহাট থানার ওসি মোঃ আনিসুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply