মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ মেহেন্দিগঞ্জে জমি দখলে বাধা দেয়ায় ইউনুস ও তার সহযোগীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলার সেলিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া বেগম ও মা সেতারা বেগম, বোন আসমা বেগম, রেশমা, ভাইয়ের স্ত্রী রহিমা এবং সুমি। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রাবেয়া জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারের বাবা হাশেমের ৮০ শতাংশ জমি নিয়ে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত মোহাম্মদ বেপারীর ছেলে ইউনুস বেপারীর সাথে বিরোধ চলে আসছে।
ওই জমি দখল করতে ইউনুস ও তার সহযোগী সন্ত্রাসীরা বিভিন্ন সময় আনোয়ার ও তার পরিবারকে হুমকি-ধামকি দেয়। এছাড়া ওই জমি দখল করতে প্রয়োজনে খুন জখমের হুমকি দেয় ইউনুস ও তার সহযোগী সন্ত্রাসীরা। ইউনুসের অত্যাচারে আনোয়ার ও তার পরিবার অসহায় হয়ে পড়ে। পরে আনোয়ার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে ইউনুস ও তার সহযোগী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে যায়।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত বুধবার ইউনুসের নেতৃত্বে ইব্রাহিম, হেলাল খলিফা, মামুন বেপারী, আমির বেপারী, আলি বেপারী, মুসা বেপারী, মনির বেপারীসহ ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে আনোয়ার ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে আনোয়ারের স্ত্রী রাবেয়া বেগম ও মা সেতারা বেগম, বোন আসমা বেগম, রেশমা, ভাইয়ের স্ত্রী রহিমা এবং সুমি গুরুতর আহত হয়।
এ সময় সন্ত্রাসীরা ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে রাবেয়া ও আসমার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি শাহিন খান জানান, আনোয়ারের পরিবার অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply