বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শামীম আহমেদ ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রিপুর চরফেনুয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিাকা তাসলিমা বেগম ও তার আত্বিয়ের বাসা থেকে ১০ বস্তা ইউনিসেফের শিশু খাদ্য বিস্কুট উদ্ধার করেছে এলাকাবাশী ও স্থানীয় চৌকিদার। আজ মঙ্গলবার শেষ বিকালে এসব মালামাল উদ্ধার করে পুলিশ হেফাজতে জমা রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শ্রিপুর চরফেনুয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউরিসেফ থেকে ১০ বস্তা শিশু খাদ্য (বিস্কুট) দেয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম সেই বিস্কুট শিশু শিক্ষার্থীদের ভিতরন না করে নিজ বাসা ও অপর এক আত্বীয়ের বাসায় রেখে দেয়।
বিষয়টি এলাকাবাশী জানতে পেরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা শ্রিপুরের স্থানীয় চৌকিদার সোহেল ও কাউসারকে শিশুদের খাদ্য উদ্ধারের নির্দেশ দিলে তারা প্রধান শিক্ষিকার বাসা থেকে ২ বস্তা ও তার নিকটতম এক আত্বীয়ের বাসা থেকে আরো ৮ বস্তা বিস্কুট উদ্ধার করেন। পরে উদ্ধর করা বিস্কুট শ্রিপুর স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মিজানের নিকট জমা রাখা হয়।
এব্যাপারে আগামীকাল ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করবেন ও উদ্ধার করা বিস্কুট শিশুদের মাঝে বিতরন করা হবে বলে জানা গেছে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তারা জানতে পেরেছেন স্কুলে বিস্কুট রাখার স্থান সংকুলন থাকার কারনে নিরাপদ হেফাজতে রাখা হয়েছিল বলে জানান। আত্বসাতের বিষয়টি এই মুহুর্তে সঠিক করে বলা যাচ্ছে না।
Leave a Reply