শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ৫নং মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ইউপি সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অায়োজিত শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন অাহমেদ। সভার শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে গ্রাম পুলিশ ও ইউডিসি (উদ্যোক্তা)’র পক্ষথেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে চেয়ারম্যান ও সদস্যবৃন্দ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে কুশলবিনিময় করেন। এছাড়াও সভায় বিদায়ী পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনকে সম্মাননা প্রদান ও উপস্থিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী চেয়ারম্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইউপি সদস্য মনির চাপরাশি ও অামিনুল ইসলাম নবরাজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর শোয়েব হোসেন সোহরাব, কাউন্সিলর সাইদুর রহমান মনির, কাউন্সিলর রোকসানা বেগম, কাউন্সিলর বিউটি বেগম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চাঁন, সাধারণ সম্পাদক এইচ এম রকিব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ অালী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন রনি সহ সাংবাদিক, শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply