সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের হাসপাতাল রোড সরকারী জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ হলো ইউএনও’র হস্তক্ষেপে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার গভীররাতে কোটি টাকার সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করে।
মঙ্গলবার সকালে বিষয়টি বাজারের লোকজন পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ’কে জানালে তিনি ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
সে মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এদিন সকালে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম স্থগিত করেন ও পরবর্তীতে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভূমি অফিসের সার্ভেয়ার অশোক রায় জানান, আমারা ইউএনও স্যারের নির্দেশনায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দিয়েছি।
এ দিকে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম স্থগিত করণে আশু ব্যবস্থা নেয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সূধী ও সচেতনমহল।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, চলমান কাজ বন্ধ করা হয়েছে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা পেলে খুব শ্রীঘ্রই নির্মানাধীন স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান বলেন, পৌর এলাকার সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত
মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের হাসপাতাল রোডে সরকারি কোটি টাকার সম্পত্তি রাতের আঁধারে দখল করে স্থাপনা নির্মাণ করছেন একটি প্রভাবশালী মহল।
দখলদাররা প্রভাবশালী হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে বাজারের প্রবীন এক ব্যবসায়ী বলেন, আজ থেকে প্রায় ৩/৪ বছর আগেও এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় ছিলো।
বিদ্যালয়ের জায়গা সংকুলান না হওয়ায় তা অন্যাথায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে এই জায়গায় অলিখিত গাড়ী পার্কিংয়ের জন্য দেয় পৌরসভা। কিন্তু সময়ের সাথে সাথে কয়েক কোটি টাকার এই জমি দখল হয়ে যাচ্ছে।
দখলের সংবাদ পেয়ে প্রশাসন গিয়ে কাজ বন্ধ করে রেখে আসলেও পরবর্তীতে প্রশাসন সরে গেলে আবারো কাজ শুরু করেন।
প্রশাসনের শত বাধা উপেক্ষা করে দখল অব্যাহত থাকায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সর্বশেষ গতকাল সোমবার দিবাগত রাতে যেকোন সময় নতুন করে ওই জমিতে দোকানঘর তুলছেন দখলদাররা।
অভিযোগ রয়েছে এই জমি দখল করে প্রথমে কেশব শীল নামের এক ব্যাক্তি ঘর নির্মান করেন। সে থেকেই এই দখল প্রতিযোগিতা শুরু হয়েছে।
Leave a Reply