সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মাত্র ১৫মিনিটের ব্যবধানে মুলাদীতে আকস্মিক ভাঙ্গনের কবলে ১০টি দোকান উত্তাল জয়ন্তীর গর্ভে বিলীন হয়ে গেছে। জানাগেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধারহাট বন্দরের ব্যবসায়ীরা প্রতিদিনের মত তাদের দোকান বন্ধ করে বাড়ী ফেরার পর হঠাৎ করে রাতের আধারে জয়ন্তী নদীর গ্রাসে বিলিন হয়ে গেছে নদী তীরবর্তি ১০টি দোকান।
খবর পেয়ে লোকজন ছুটে আসলেও শেষ রক্ষা মেলেনি ভাগ্যাহত ব্যবসায়ীদের। সব হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত ড্রেজিং ব্যবস্থা, বালু উত্তোলন সহ নদী তীরবর্তি জায়গা থেকে ইটের ভাটার জন্য মাটি সংগ্রহের ফলে জয়ন্তী নদী উত্তাল হয়ে মৃধারহাট বন্দরের ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে মনে করেন সচেতন মহল। সংবাদ পেয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার।
Leave a Reply