রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুমূর্ষু স্বামীর জন্য রক্ত আনতে গিয়ে এক নারী ধর্ষণের মামলায় আসামি মনোয়ার হোসেন ওরফে সজীব ও মাশনু আরা বেগম ওরফে শিল্পীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এ অভিযোগপত্র দাখিল করেছেন। এ অভিযোগপত্রে মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ভুক্তভোগী নারী অসুস্থ স্বামীকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে মেডিসিন বিভাগের ভর্তি করান। দায়িত্বরত চিকিৎসক স্বামীর জন্য রক্ত প্রয়োজন এবং জরুরিভাবে রক্তের ব্যবস্থা করার পরার্মশ দেন। ভুক্তভোগী নারী হাসপাতালের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে গিয়ে তিন-চারজন পুরুষকে বসা দেখতে পেয়ে রক্তের বিষয়ে জানতে চাইলে মনোয়ার হোসেন ওরফে সজীব রক্তের ব্যবস্থা করে দেবেন বলে জানান।
পরে গত ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কৌশলে রক্তের ব্যবস্থা করে দেয়ার নাম করে মিরপুরে শিল্পীর বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে শিল্পীর সহযোগিতায় তাকে ধর্ষণ করে মনোয়ার। এ সময় বিষয়টি যেন কাউকে না বলে এজন্য হুমকি দেয়। পরে ভুক্তভোগী নারী লোকলজ্জার ভয়ে ও স্বামীর অসুস্থতার কারণে ধর্ষণের বিষয়টি গোপন রাখেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামীর মোবাইলে কল করে তারা বলে রক্তের ব্যবস্থা হয়েছে- আপনার স্ত্রীকে হাসপাতালের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেন। তখন ওই নারী পুনরায় ধর্ষিত হওয়ার ভয়ে তার স্বামীকে বিষয়টি খুলে বলেন।
এ ঘটনায় তার পরদিন গত ২৬ সেপ্টেম্বর ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরে মনিপুরী পাড়ায় শিফা ভিলা নামের একটি বাড়ি থেকে তাদের দুজনকে আটক করে র্যাব।
Leave a Reply