মুজিবশতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো কুয়াকাটায় নির্মাণ হচ্ছে বালু ভাস্কর্য Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




মুজিবশতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো কুয়াকাটায় নির্মাণ হচ্ছে বালু ভাস্কর্য

মুজিবশতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো কুয়াকাটায় নির্মাণ হচ্ছে বালু ভাস্কর্য

মুজিবশতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো কুয়াকাটায় নির্মাণ হচ্ছে বালু ভাস্কর্য




নিজস্ব প্রতিনিধি॥ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু এবং জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষ্যে কুয়াকাটার বালিয়াড়িতে নির্মাণ করা হচ্ছে বালু ভাস্কর্য। সৈকতে জিরো পয়েন্টের ১০০ গজ পূর্বদিকে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রশস্ত এ ভাস্কর্যে রয়েছে ১৯৫২ সালের বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস। ১৯৬৬ সালে ৬ দফা দাবিসহ ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপট। আগামী ১৭ মার্চ পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ ভাস্কর্যটি উদ্বোধন করা হবে।

 

 

খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ৬ শিক্ষার্থী ৯ মার্চ থেকে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। ইতিমধ্যে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশে মানচিত্রের ঠিক মাঝখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এক পাশে ভাষা আন্দোলনের মিছিল। ধারাবাহিকভাবে ৬ দফাসহ মুক্তিযোদ্ধের প্রেক্ষাপট। ভাস্কর্যের উপরে-নিচে বালু দিয়ে লেখা হয় রক্ত দিয়ে নাম লিখেছি, আমার সোনার বাংলা, জয় বাংলা, আমার মায়ের ভাষা, রাষ্ট ভাষা বাংলা চাই।

 

 

প্রথমবারের মতো কুয়াকাটা সৈকতে নির্মিত বালুর ভাস্কর্যটি দেখতে ভীড় জমায় স্থানীয় বাসিন্দাসহ বেড়াতে আসা পর্যটক ও অগনিত দর্শনার্থী। ঢাকার বনশ্রী থেকে কুয়াকাটায় আসা পর্যটক সিমা আক্তার বলেন, প্রতি বছরই এখানে আসা হয়। আগে যা দেখেছি তা নষ্ট হয়ে গেছে। এবার এসে দেখলাম সৈকতে বালু দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এটা খুবই ভালো লেগেছে। এ থেকে নতুন প্রজন্ম অনেক কিছুই জানাতে পারবে। সৈকতে ভ্রমণে আসা দর্শনার্থীরা এই ভাস্কর্য দেখে আনন্দিত হবে। তবে এ ভাস্কর্যটি স্থায়ীভাবে সংরক্ষণ করা গেলে ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্পে এমন অভিমত এই নারী পর্যটক।

 

 

ভাস্কর্য দেখতে আসা স্থানীয় বাসিন্দা আবদুল গফ্ফার মুন্সি বলেন, ভাস্কর্যে ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১’র মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। কুয়াকাটার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করায় পর্যটকসহ স্থানীয় শিক্ষার্থীরা দেখে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যা নতুন প্রজন্মকে আশাবাদী ও স্বপ্ন দেখাবে।

 

 

ভাস্কর্য নির্মাতা দলের খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থী সানি কুমার দাস নিলয় বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী দিনরাত সমান তালে কাজ করছি। এ ভাস্কর্যে বঙ্গবন্ধুকে কেন্দ্রে রেখে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, বিজয় পর্যন্ত বাংলাদেশের সকল ইতিহাস ফুটিয়ে তোলা হচ্ছে।

 

 

ভাস্কর্য নির্মাতা দলের প্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থী অনুপম কর বলেন, ৬ জন শিক্ষার্থী গত মঙ্গলবার থেকে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের উদ্যোগে এ কাজটি শুরু করেছি। আশা করি ঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

 

 

এ প্রসংঙ্গে পটুয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ পিপিএম বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ এ ভাস্কর্যটি অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২৬ মার্চ পর্যন্ত পর্যটকসহ স্থানীয়দের জন্য উন্মুক্ত রাখা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD