শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’ নাটকের দৃশ্যে জাহিদ হাসান ও তিশা।
অনলাইন ডেস্ক:গত ঈদ উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এই আয়োজনে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হয় একক নাটক ‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’।
এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা’সহ অনেকে। নাটকটি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল ‘আরটিভি ড্রামা’তে।
‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’ নাটকের গল্পে দেখা যায়- মাখন মিয়া একজন ব্যবসায়ী। সে ব্যবসার কোনও হিসাব রাখতে পারে না। মোবাইল ফোনে কারও নাম সেভ বা ডায়াল করতে পারে না।
বাজার থেকে ছোট মাছ কিনলেও সেটা হিসাব করে ঠিক মতো টাকা দিতে পারে না, বেশি দিয়ে চলে আসে। গ্রামের লোকজন তাকে বকলম বলে ডাকে। একবার দোকানে বাকি পায় এমন একজনকে ফোন দিতে গিয়ে তার শ্বশুরকে ফোন দিয়ে অনেক গালিগালাজ করেন।
এতে বউ চম্পাকলি মাখনের সঙ্গে অনেক রাগ করেন। সে রাগ করে মাখনের বাড়ি থেকে চলে যেতে চায়। কিন্তু মাখন তাকে যেতে দেয়নি। মাখন এক পর্যায়ে চম্পাকলিকে বলে তুমি ইন্টারমিডিয়েট পাস মেয়ে, আর তোমার স্বামী একটা বকলম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আমি পড়াশোনা করবো, স্কুলে ভর্তি হবো।
তখন চম্পাকলিও বলে আমিও তো বাসায় সারাদিন বসে থাকি তেমন কাজ কর্ম নাই। আমিও তাহলে ডিগ্রি পরীক্ষাটা দিয়ে ফেলি। এক পর্যায়ে মাখন স্কুলে ভর্তি হয়। আর চম্পাকলি ডিগ্রিতে ভর্তি হয়। চম্পাকলি কলেজে গেলেই শুরু হয় নতুন করে সংসারে অশান্তি। ঘটে নানান ধরনের ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের একক নাটক ‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’।
Leave a Reply