বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম মসজিদে বিস্ফোরণে নিহতদের মধ্যে রাঙ্গাবালীর চারজন রয়েছেন বলে জানা গেছে। তাদের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
জুলহাস ও তার ছেলে জুবায়ের ছাড়াও নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ওই ঘটনায় রাঙ্গাবালীর আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের সলেমান জুলহাস (২৮), তার ছেলে জুবায়ের (৭), ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বেলায়েত রাঢ়ীর ছেলে পোশাক শ্রমিক জামাল রাঢ়ী (৪০) ও সদর ইউনিয়নের হাপুয়াখালী গ্রামের সাজাহান প্যাদার ছেলে পোশাক শ্রমিক নিজাম প্যাদা (৩৫)।
তাদের মধ্যে শিশু জুবায়ের, জামাল রাঢী ও নিজামের লাশ বাড়িতে পৌঁছার পর জানাজা শেষে দাফন দুপুরের মধ্যে সম্পন্ন হয়েছে। শুধু জুবায়েরের বাবা জুলহাসের লাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অপরদিকে এক উপজেলায় চারজনের মৃত্যুতে আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, চারজনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে শুনেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, হৃদয়বিদারক একটি ঘটনা। জেলা প্রশাসককে নিহতদের তথ্য দেয়া হয়েছে।
Leave a Reply