বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রজপাড়া মৌজায় ১৪ ভূমি মালিকের প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ৫ একর কৃষি জমি দখল করে বেকু দিয়ে মাটি কাটার কাজ শুরু করেছে একটি প্রভাবশালী গ্রুপ। এ কারনে বন্ধ হয়ে গেছে চাষাবাদ।
ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের মদিনা ফিলিং স্টেশন নির্মানের জন্য এ জমি দখল করে এ মাটি কাটার কাজ করছে বলে বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জমির একাংশের মালিক সৈয়দ আহসান উদ্দিন পাভেল।
তাদের অভিযোগ, পায়রা বন্দর সংলগ্ন রজপাড়া চারলেন সড়কের তিন নম্বর ব্রিজ সংলগ্ন মিনা বাড়ি এলাকায় জমির এ দখল কাজে মদিনা গ্রুপকে সহায়তা করছে টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু।
সংবাদ সম্মলনে উপস্থিত জমির মালিক ইউনুফ মিনা ও আনোয়ার মিনা বলেন, বর্তমান সরকার কলাপাড়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করলেও দলের নাম ব্যবহার করে এ দখল সন্ত্রাসের কারনে সকল উন্নয়ন প্রকল্পে কালিমা পড়ছে।
তারা দখলবাজদের জমির দখল থেকে নিজেদের সম্পদ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু সাংবাদিকদের জানান, কারও জমি যদি ওই প্রকল্প এলাকায় থেকে থাকে তাহলে তাদের কাগজপত্র দেখে এ বিষয়ে ফয়সালা করা হবে।
এ ব্যাপারে মদিনা গ্রুপের ডিজিএম (ভূমি) নূরুল হামিদ বিরোধীয় জমিতে মাটি কাটার কথা স্বীকার করে তিনি সাংবাদিকদের কাছে মুঠোফোনে বলেন, যাদের জমি নিয়ে সমস্যা আছে তাদের সাথে বসে এ ব্যাপারে ফয়সালা করার উদ্যেগ নেয়া হয়েছে।
##
কলাপাড়ায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।।
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৪ জুলাই।। মাসিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে এনজিও, সিভিল সোসাইটি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে এ্যাডভোকেসী সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। নজরুল স্মৃতি সংসদ এনএসএস এর আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. আমিনুল ইসলাম, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত মজুমদার, আফরোজা ইয়াসমিন, কানিজ ফাতিমা, জেসমিন আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন। বক্তারা বলেন যে, মাসিক সম্পর্কিত বিষয় সচেতনতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply