সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে জাতীয় পতাকা যথাযোগ্যভাবে ব্যবহার না করায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু মঠবাড়িয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন না করায় ও সঠিকভাবে ব্যবহার না করায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে এক শ’ টাকা করে মোট ৯ শ’ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, জাতীয় পতাকা সঠিকভাবে ব্যবহারের জন্য ৬ মার্চ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা সরকারি এ সকল নির্দেশনার গুরুত্ব দিচ্ছে না।
জাতীয় পতাকা অসম্মান করা মানে স্বত্তাকে অসম্মান করার শামিল। সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০১০) অনুযায়ী সঠিক মাপে যথাযথভাবে উত্তোলন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
Leave a Reply