সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো থেকে মৃধা বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘসময় বেহাল অবস্থায় পড়ে থাকার পর এখন রূপ নিয়েছে করুণ অবস্থায়। বর্তমানে রাস্তাটিকে দেখে চেনার উপায় নেই এটি পৌর শহরের পাশের কোন রাস্তা নাকি মাঠ? নাকি খানাকন্দে ভরা কোন গর্ত?।
মাত্র তিন কিলোমিটার রাস্তাটিতে প্রায় ৩০টি গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে একাধিকবার লেখালেখি হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে চরম আকারে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে খানাকন্দে (গর্তে) আটকে পড়ে যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো-মৃধা বাড়ি নামে পরিচিত গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। মৃধা বাড়ি, পৌরসভার ৮ ও ৭ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দাদের প্রতিনিয়ত চলাচল করেতে দেখা যায়। এছাড়া মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের বকসির ঘটিচোরা গ্রাম, টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করতে এ রাস্তা ব্যবহার করে।
গুরুত্বপূর্ণ এ রাস্তাটির পৌরসভার অংশের ডাকবাংলো থেকে মৃধা বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত সৃষ্ট হয়েছে। ফলে সড়কের গর্তে যানবাহনের চাকা আটকে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। পৌর কর্তৃপক্ষের উদাসীনতার জন্য রাস্তাটি এক বছর ধরে বেহাল হয়ে আছে।
রবিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির কে এম লতিফ ইনস্টিটিউশন জামে মসজিদ সংলগ্ন মার্কেটের সামনে দুটি, নূর হোসেন খানের ঘের এলাকায় দুটি, আলম মাস্টার ও আবুল বাশারের বাড়ির সামনে রাস্তা ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। দিনে দিনে গর্তের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে খানাখন্দের সৃষ্টি ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ী চলাচল করছে।
মোটরসাইকেল চালক আবু হানিফ বলেন, ডাকবাংলো থেকে রাস্তাটি টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার পর্যন্ত হলেও পৌরসভার অংশ এক বছর ধরে বেহাল হয়ে আছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা না হলে চলাচল করা অসম্ভব হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইজিবাইক চালক সুমন বলেন, রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়।
মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, রাস্তাটির ডাকবাংলো থেকে পৌরসভার অংশ সংস্কারের জন্য উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাবনা আকারে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে রাস্তাটি সংস্কার করা হবে।
Leave a Reply