রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জননী এক গৃহবধুকে উত্ত্যক্ত করার অভিযোগে ছালাম গাজী (৫০) নামে এক দপ্তরীকে ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে নির্বাহী মেজিস্ট্রেট (সহকারি কমিশনার ভুমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।দন্ডপ্রাপ্ত ছালাম গাজী উপজেলার দাউদখালী গ্রামের মৃত: আফতার গাজীর ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই জাহিদ জানান, উপজেলার মিরুখালী নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ছালাম গাজী তার প্রতিবেশী দুই সন্তানের জননী এক গৃহবধুকে প্রাই কু-প্রস্তাব ও অশ্লীন কথাবর্তা বলত। এ ব্যপারে ওই গৃহবধু থানায় অভিযোগ দিলে দপ্তরী ছালামকে রোববার সকালে পুলিশ আটক করে।
পরে ছালামকে রোববার রাতেই নির্বাহী মেজিস্ট্রেট (সহকারি কমিশনার ভুমি) রিপন বিশ^াস এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তার দোষ স্বীকার করলে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
Leave a Reply