মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় গ্রাম পুলিশের সাইকেল ও পোষাক সরবরাহের প্রায় ৭০ লাখ টাকার একটি টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। রহস্যজনক কারণে বিনিময়ে ওই টেন্ডার অনভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে পাইতে দিয়েছেন টেন্ডার কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান।
অভিযোগকারী রয়েল সাইকেল মার্ট অ্যান্ড সাপ্লাইয়ার্স এর প্রতিনিধি গালিব ইবনে ফেরদাউস জানান, তারা সর্বনিম্ম দরদাতা হওয়া সত্ত্বেও টেন্ডারটি পাননি। দ্বিতীয় দরদাতা এ সালেহ কর্পোরেশন নামে রাজধানীর একটি অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে টেন্ডার দেয়া হয়েছে।
গালিব আরো জানান, পোষাক তৈরির অভিজ্ঞতা নেই উল্লেখ করে তার প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে। অথচ যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের সাইকেল বিক্রি ও সাপ্লাইয়ের কোনো অভিজ্ঞতা নেই। আর ৭০ লাখ টাকার টেন্ডারের সিংহভাগ সাইকেল সাপ্লাইয়ের জন্য। পাশাপাশি শিডিউলের শর্ত অনুযায়ী এ সালেহ কর্পোরেশন সাইকেলের কোনো নমুনা জমা দেয়নি। বিষয়টি তিনি ডিসি কার্যালয়ে লিখিত জানিয়েছেন।
টেন্ডার কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান জানান, সরকারি টেন্ডার প্রক্রিয়ার নিয়মাবলীর মধ্যেই টেন্ডার যাচাই-বাছাই হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন বিস্তারিত জানাতে পারবে।
Leave a Reply