রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়ছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে শনিবার প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার না করায় ৩২ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের দুটি পৃথক দল সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাস্ক ব্যবহার না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান ইসলাম ৮ জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ২৪ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এছাড়া ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালানো হয়। উল্লেখ্য, মাস্ক না পড়ায় গত ১৫ দিনে জেলায় ৮০০ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ২০ মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply