শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভােলা জেলার ইলিশা থেকে ট্রলারযোগে আসা ৩০ জনকে দ্রুত নগরী ত্যাগ করতে বাধ্য করেছে পুলিশ। সরকারি নির্দেশনা মোতাবেক বরিশাল জেলায় নতুন করে কেউ প্রবেশ করবে না বা কেউ এই জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না-এমন নির্দেশনা অমান্য করে ট্রলার ভাড়া করে বরিশালে এসে পৌছে ওই ৩০ শ্রমিক। ফলে নির্দেশনা মোতাবেক আগত শ্রমিকদের সাথে কথা বলে এবং করোনা সচেতনতায় কাউন্সেলিং করেন।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) এআর মুকুল জানান, শ্রমিকরা ইলিশায় নদী ভঙ্গণরোধে ব্লক বসানোর কাজ করতো। তারা পূর্বে থেকেই ট্রাক ঠিক করে রেখেছিল। ওই ৩০ জন শ্রমিক নিলফামারী যাবেন। আমরা স্ংশ্লিষ্ট থানায় অবহিত করেছি। স্বাস্থ্যগত কোন পদক্ষেপ দরকার হলে ওই উপজেলার কর্মকর্তারা গ্রহণ করবেন।
Leave a Reply