রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হোসেন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাতে বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ হোসেন বুধবার রাতে বসতঘরে কৌশলে ঢুকে শিশুটিকে তুলে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির মা-বাবা তাকে কোথাও না পেয়ে খুঁজতে থাকেন। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে তার ফুফুর বাড়িতে আসে। এসময় কান্নার কারণ জানতে চাইলে সে পুরো ঘটনাটি খুলে বলে।
পরে ভুক্তভোগীর মা-বাবা ও অন্য স্বজনরা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply