শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল//
পলাশ নামে এক ভন্ড ফকিরের জন্য অস্থির এলাকাবাসি।বিভিন্ন রোগের জন্য ঔষধ দেয়ার নাম করে বিভিন্ন অসহায় মেয়েদের ইজ্জত লুট করে। তার সর্বশেষ সংযোজন তারই বাড়ির পাশে ফেরদৌসের পরিবার।ফেরদৌস এর চাচা হয়।তার মা বাবা ঢাকা থাকার সুযোগে প্রতিরাতে তাদের বাসায় আসতো।পলাশের কাছে জান্নাতি নামে পরি আছে।এরকম মিথ্যা রটনা তারই ভাতিজা বৌকে বলে।সে হাত দেখতে পারে বলেও জানায়।ফেরদৌস ও তার হাত দেখে জানায় তাদের নাকি বিপদ।সে পরির মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে দিবে।
সে এভাবে এক এর পর এক জাল বিস্তার করে।আস্তে আস্তে ফেরদৌস এর বৌ এর সাথে অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পড়ে।ওই দম্পতির মেয়ে অধরা এসব কর্মকান্ড টের পেয়ে যায়।এতে পলাশ ও মিলা অধরাকে মেরে ফেলার হুমকি দেয়।পলাশ এর স্ত্রী পলাশ ও মিলাকে হাতে নাতে ধরে ফেলে।এতে ক্ষিপ্ত হয়ে পলাশ তার বৌকে মারধর করে।উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ফেরদৌসের স্ত্রী মিলা তার স্বামি ফেরদৌসকে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়াইয়ে ঘুমে অচেতন করে আসামি লম্পট পলাশের হাত ধরে চলে যায়।
এ বিষয়ে গত ১২ অক্টোবর (শুক্রবার) পুত্রবধূ মিলা এবং লম্পট পলাশকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর গোলাম কবির। এদিকে পলাতক পলাশ বাদী গোলাম কবিরকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে।
Leave a Reply